Friday, May 29, 2020

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু, দুই বাড়ি লকডাউন https://ift.tt/eA8V8J

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ী দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী গাজী শহিদুল ইসলাম (৬৫) ও সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের কাথন্ডা গ্রামের ফজর আলীর ছেলে কৃষক পিয়ার আলী (৩৫)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, জ¦র ও শ^াস কষ্ট নিয়ে গত ২৮ মে বৃহস্পতিবার সকালে হার্ডওয়ার ব্যবসায়ী গাজী শহিদুল ইসলাম ও গত ২৭ মে বুধবার সকালে কৃষক পিয়ার আলী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কৃষক পিয়ার আলী ও শনিবার ভোর রাত দুই টার দিকে ব্যবসায়ী শহিদুল ইসলাম মারা যান।
তিনি জানান, উক্ত দুই ব্যক্তি মেডিকেলে ভর্তির পর পরই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এস পৌছায়নি। তবে, দ্রুত তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেয়ার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃত বরনকারী দুই ব্যক্তির বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে।
ডাঃ জয়ন্ত সরকার আরোও জানান, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। ৯ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। এদিকে, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। অনলাইন ডেস্ক:

The post করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু, দুই বাড়ি লকডাউন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XfVDWD

No comments:

Post a Comment