Friday, April 30, 2021

সাংবাদিক এড. খায়রুল বদিউজ্জামানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও দৈনিক প্রবাহের সাতক্ষীরা প্রতিনিধি এড. খায়রুল বদিউজ্জামানের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এক যুক্ত বিবৃতিতে সাংবাদিকবৃন্দ বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের মধ্যকার আভ্যন্তরীন বিরোধ পারষ্পারিক আলাপ আলোচনার ভিত্তিতে নিরসন হওয়া উচিত। জেলা আইনজীবি সমিতির সদস্যদের মধ্যে যে বিরোধ ও অপ্রীতিকর ঘটনা জন্ম হয়েছে তা মামলা পর্যায়ে না যেয়ে শান্তিপূর্নভাবে মিমাংসা করে সবার মর্যাদা রক্ষা করা সম্ভব।

মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানটির বিজ্ঞ সদস্যদের বিরোধ যাতে আরও বাড়তে না পারে সে জন্য সকল পক্ষকে ধৈর্য্য সহনশীলতা প্রদর্শনের আহবান জানানো হয় এবং এ ব্যাপারে জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্যবৃন্দসহ নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

বিবৃতি প্রদানকারীরা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি দৈনিক যুগান্তর ও এনটিভির সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি দৈনিক পত্রদূতের মোঃ আনিসুর রহিম, সাবেক সভাপতি একুশে টিভি ও দৈনিক ইত্তেফাকের জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি চ্যানেল আইয়ের এড. আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক নিউ এজ ও সময়ের খবরের রুহুল কুদ্দুস, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহনা টিভির আব্দুল জলিল, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, দৈনিক সংবাদ ও ইনডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, বাংলাদেশ নিউজের আব্দুস সামাদ, দৈনিক ইনকিলাবের শেখ আব্দুল ওয়াজেদ কচি, বণিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক আমার বার্তার এবিএম মোস্তাফিজুর রহমান, ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজের এম জিল্লুর রহমান, দৈনিক খবরপত্রের মো: রবিউল ইসলাম, দৈনিক কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন ও মোঃ নজরুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের মোশারফ হোসেন, দৈনিক গণজাগরণের শেখ বেলাল হোসেন, দৈনিক নয়াদিগন্তের মুহাঃ জিল্লুর রহমান, চ্যানেল নাইনের কৃষ্ণ মোহন ব্যানার্জি, দৈনিক খোলা কাগজের ইব্রাহিম খলিল, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, ঢাকা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক সমাজের কাগজের আমিরুজ্জামান বাবু, দৈনিক বাংলার এসএম শহীদুল ইসলাম, দৈনিক দক্ষিণের মশালের মৃত্তিকা এলাহী, সিটিজেন টাইমস এর ফারুক রহমান, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল , সময়ের আলোর কাজী শহিদুল হক রাজু এবং দেশ টিভি, দেশ রূপান্তর ও বিডি নিউজের শরীফুল্লাহ কায়সার সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

The post সাংবাদিক এড. খায়রুল বদিউজ্জামানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/331SLyy

No comments:

Post a Comment