Friday, April 30, 2021

আশাশুনির বুধহাটায় ওএমএস চাল বিতরণে অনিয়মের অভিযোগ https://ift.tt/eA8V8J

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগিদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীদের পক্ষে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের আব্দুর রহিম সরদারের পুত্র আছমত সরদারসহ ১৫ জন বাদী হয়ে লিখিত অভিযোগে জানা গেছে, ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করেন শ্বেতপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন। গত ২২ এপ্রিল চাল বিতরণ করা হয়। এসময় অনেকের কার্ড থাকা সত্ত্বেও চাল দেওয়া হয়নি।

২১/২২ জনের কার্ডে ৩০ কেজি চাল লেখা হলেও ১০ কেজি করে দেওয়া হয়েছে। বাকী চাল পরে দেয়া হবে বলা হলেও দেয়নি। গত মার্চ মাসে চাল পেয়েছে এমন অনেককেই চলতি মাসের চাল দেওয়া হয়নি। তাদের বলা হয়েছে তোমাদের কার্ড বাতিল হয়েছে। প্রথম মাসে চাল পেয়েছে, এমন অনেকের পরবর্তী মাসে ওই একই কার্ড ফ্লুয়েড দিয়ে নাম মুছে অন্যদের কাছে নতুন করে এক হাজার টাকার বিনিময়ে বিক্রয় করা হয়েছে। এছাড়া প্রায় ২০০ কার্ডধারীকে ৩০ কেজির স্থলে ২৪ থেকে ২৭ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এব্যাপারে তদন্তপূর্বক কার্যকরী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

The post আশাশুনির বুধহাটায় ওএমএস চাল বিতরণে অনিয়মের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3t2lX37

No comments:

Post a Comment