আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): প্রচন্ড খরা আর তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আলাউদ্দিন মার্কেট এলাকায় স্থানীয়দের উদ্যোগে এলাকা থেকে চাল কালেকশন করে পায়েস রান্না করে এলাকার সকল স্তরের মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সেখানে শতশত মানুষ পায়েস নেওয়ার জন্য ও একটু বৃষ্টির আশায় দোয়া-মোনাজাত করেন। উপস্থিত এলাকাবাসী বলেন, বৃষ্টি না হলে উপকূলবর্তী এলাকাতে মিষ্টি পানি বলতে কিছু থাকবে না। তাই উপর ওয়ালার কাছে ফরিয়াদ করছি মিষ্টি পানির জন্য।
The post বৃষ্টির আশায় শ্যামনগরে চালের পায়েস রান্না করে বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3xxfYXA
No comments:
Post a Comment