Tuesday, April 27, 2021

আশাশুনি সদর বাজার জোয়ারের হাটু পানিতে নিমজ্জিত https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলা সদর বাজার রক্ষা বাঁধ না থাকায় প্রবল জোয়ারের পানিতে মুহূর্তের মধ্যে বাজারসহ উপজেলার কয়েকটি সড়ক হাটু পানিতে তলিয়ে যায়। মঙ্গলবার সকালে আশাশুনির মরিচ্চাপ নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাজার এলাকার পাউবো’র বেঁড়িবাধের ৪টি পয়েন্ট দিয়ে ওভার ফ্লো করে পানি ভিতরে প্রবেশ করে মানুষের চলাচলসহ সদর বাজার পানিতে থৈ থৈ করে। সকাল থেকে সদর বাজারের পবিত্র স্টোরের সামনে, বাজার বটতলা, ফ্রেন্ডস স্পাের্টিং ক্লাব ও মরিচ্চাপ মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে পাউবোর বেড়িবাঁধ না থাকায় ৪টি পয়েন্ট থেকে বাঁধ উপছে পানি ভিতরে প্রবেশ করেছে। ইতোপূর্বে জােয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেলে আশাশুনি জনতা ব্যাংক মোড়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, থানার সামনে ও বাজারে পানি ঢুকে থৈ থৈ করে। দীর্ঘদিন ধরে আশাশুনি সদরের মানুষ বাজার রক্ষা বাঁধের দাবী করে আসছেন। কিন্তু বাজারের ব্যবসায়ীসহ মানুষের গণদাবী আজও উপেক্ষিত রয়ে গেছে। এব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও এলাকার ভুক্তভোগী জনগণ।

The post আশাশুনি সদর বাজার জোয়ারের হাটু পানিতে নিমজ্জিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vtgkwv

No comments:

Post a Comment