Friday, April 30, 2021

আশাশুনিতে ভাসুর ও জায়ের হাতে গৃহবধু আহত, থানায় এজাহার https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ভাসুর ও জায়ের হাতে নূর নাহার নামের এক গৃহবধু আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এব্যাপারে আশাশুনি থানায় লিখিত এজাহার দিয়েছেন আহত নূর নাহার। তিনি জানান, উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের সাবেক মেম্বর মৃত ইসমাইলের পুত্র সাইফুল আলমের সাথে একই ভবনে পৃথক রুমে বড় ভাই নূরুল আমিন ও তার স্ত্রী সাবেক মহিলা মেম্বর নাজমা আমীন বসবাস করেন। নূরুল আমিন ও সাইফুল আলমের মধ্যে দীর্ঘদিন জমিজমা কেন্দ্রিক বিরোধ চলে আসছিল। সাইফুলের ভাই ও ভাবী অধিকাংশ সময় সাতক্ষীরায় থাকেন। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে পাশের জনৈক ইলিয়াস হোসেনের বাড়িতে রাত্রী যাপন করেন। উভয় পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় নুরুল আমিন তাদেরকে খুন জখম করাসহ নানা হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে গত বিগত দিনে মারপিটের ঘটনায় গত ২৬ অক্টোবর’১৯ তারিখে ভাই নুরুল আমিন ও ভাবী নাজমাকে আসামী করে ২৫/৩৪৪ নং মামলা রুজু করা হলে আসামী নুরুল আমিন জামিনে আছেন। মামলা করায় হুমকি-ধামকির কারণে ২৭ অক্টোবর’১৯ তারিখে আশাশুনি থানায় ১১৮০ নং সাধারণ ডায়েরী করা হয়। বর্তমানে মামলা চলমান থাকাকালীন তাদের নির্যাতনে বাদী সাইফুল অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ২৯ এপ্রিল সকালে বাড়ির পাশে অনুমান ১০০ গজ দূরে অবস্থিত সাইফুল মুদি দোকান বন্ধ করে মৎস্য সেটে মাছ বিক্রয় করতে যায়। সাড়ে ৭টার দিকে তার স্ত্রী নূর নাহার দোকান খুলে ডিম আনতে যায়। ফিরে এসে দেখে জা নাজমা আমীন তাদের ঘরে ঢুকে আলমারী খুলে ভাজ করা কাপড় চোপড় ওলট-পালট করছে। ভাসুর নুরুল আমিন ওই রুমের পিছনে দাঁড়িয়ে ছিলেন। ঘরে ঢুকে এমন কাজ করার কারণ জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে ভাষুর নুরুল আমিন ও জা নাজমা চুলের মুঠো ধরে মেঝেতে ফেলে তাকে মারপিট শুরু করে। ওড়না দিয়ে গলায় ফাঁস আটকে হত্যার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে আলমারীতে থাকা পুকুরের ডিড বাবদ নেওয়া ১৫ হাজার ৭৫০ টাকা ও দোকানের মালামাল বিক্রীর ২০ হাজার টাকা মোট ৩৫ হাজার ৭৫০ টাকা নাজমা নিয়ে স্বামী নুরুল আমিনের কাছে দিলে তিনি দ্রুত কেটে পড়েন। নুর নাহারের স্বামী সাইফুল সেট থেকে ফিরে এসে দেখে তখনো তার স্ত্রীকে মারপিট করছে নাজমা। চিৎিকারে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে পৌছে নুর নাহারকে আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এব্যাপারে নূর নাহার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছে।

The post আশাশুনিতে ভাসুর ও জায়ের হাতে গৃহবধু আহত, থানায় এজাহার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xCQ2K0

No comments:

Post a Comment