Wednesday, April 28, 2021

শ্যামনগরে চিংড়ি ঘের দখলে বাধা পেয়ে সন্তানসহ বৃদ্ধ বিধবাকে পিটিয়ে জখম https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: চিংড়ি ঘের দখল করতে যেয়ে বাধার সম্মুখীন হয়ে একমাত্র পুত্র ও ঘের কর্মচারীসহ তাহমীনা বেগম নামের ষাটোর্ধ্ব বয়সী বিধবাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত ২৬ এপ্রিল বিকালে শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর এলাকায় ঘটনাটি ঘটার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সন্ত্রাসী হামলার প্রতিকারসহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বুধবার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ঐ বৃদ্ধ বিধবা।

সংবাদ সম্মেলনে তাহমীনা বেগম জানান স্বামী তোফাজ্জেল গাজীর মৃত্যুর পুর্বে থেকে তারা পৈত্রিকসুত্রে প্রাপ্ত সৈয়দালীপুর মৌজার ১৪ বিঘা জমিতে চিংড়ি ঘেরে পরিচালনা করছে। তার স্বামীর মৃত্যুর পর থেকে স্থানীয়ভাবে প্রভাবশালী শুকর আলী সরদারের ছেলে সাইফুল সরদার নিজস্ব লোকজন দিয়ে ঐ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন মামলা দায়েরের পর থেকে সাইফুল ও তার লোকজন প্রতিনিয়ত হুমকি ধমকী দিয়ে জমির দখল ছেড়ে দিতে বলে। কিন্তু কোনভাবেই কাজ না হওয়াতে সোমবার সাইফুল সহযোগী নাছির, আল মামুন, আব্দুল্লাহ, রায়হান ও আবু বক্কারসহ ২০/২৫ জনকে নিয়ে বিচারাধীন ঐ চিংড়ি ঘের দখল করতে যায়।

এসময় ঘের তদারকির দায়িত্বে থাকা ফজের আলী ও একমাত্র ছেলেকে মজনু ইলাহীকে নিয়ে তিনি বাধা দেয়ার চেষ্টা করলে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে তাদেরকে বেধড়ক মারপিট করা হয়।

সাইফুল বাহিনীর সন্ত্রাসীরা লাথি দিয়ে তার মুখের দুটি দাঁত ভেঙে দিয়েছে অভিযোগ করে ঐ বৃদ্ধা বলেন, হামলার শিকার ফজের আলী ও ছেলে মজনুর দুটি হাত ভেঙে গেছে। সন্ত্রাসীরা ফজের আলীর মাথা ও পিঠে ধারালো অস্ত্রের কোপ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন মামলা করলে জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা।

হাসপাতালে থেকে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। ঐ এলাকার আরও শতাধিক পরিবার সাইফুল বাহিনীর সন্তাসীদের ভয়ে আতংকিত বলেও তিনি তার লিখিত বক্কব্যে দাবি করেন। আহত মজনু ইলাহী ও ফজের আলী সংবাদ সম্মেলনে বৃদ্ধা তাহমীনা বেগমের সাথে উপস্থিত ছিলেন।

এবিষয়ে মুটোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত সাইফুল ইসলাম সরকার জানান, বিরোধপুর্ন ঐ জমির মালিকানা দাবিদার কয়েকজন সেখানে গিয়েছিল বলে তিনি শুনেছেন। নিজে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা অস্বীকার করে হামলায় নেতৃত্ব দানের অভিযোগও অস্বীকার করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা বলেন, সৈয়দালীপুরের সংঘর্ষের ঘটনায় এখনও লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ করা হলে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

The post শ্যামনগরে চিংড়ি ঘের দখলে বাধা পেয়ে সন্তানসহ বৃদ্ধ বিধবাকে পিটিয়ে জখম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dYKUYP

No comments:

Post a Comment