Wednesday, April 28, 2021

শ্যামনগরের মুন্সিগঞ্জে সাভাচ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ দুর্গাবাটি বাধভাঙা এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরার আঞ্চলিক ভাষা চর্চা গ্রুপ (সাভাচ) ও সাভাচ ফাউন্ডেশন।

বুধবার সকাল ১০টায় কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাভাচ ফাউন্ডেশনের সদস্য ইব্রাহিম খলিল, ইব্রাহিম গাজী, খাদিজা পারভীন, মহিমা ময়না, ছকিনা হিরা, ইসহাক রনি, ফারুক হোসেন, কুমার মল্লিক, আবু মুছা, আলি হাসান সোহাগসহ অত্র স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ।

এসময় ৪৬টি মুসলিম পরিবারে ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, ছোলা, চিনি, সেমাই, টোষ্ট, খেজুর, মুড়ি, আলু, তেল ইত্যাদি বিতরণ করা হয় এবং ১০টা হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, পেয়াজ, মুড়ি, আলু ও তেল বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সাভাচ ফাউন্ডেশনের এডমিন গাজী হাসানুজ্জামান হাসান, রেজাউল ইসলাম ও জিএম মোশাররফ হুসাইন রুবেলসহ সকল ডোনার সদস্যবৃন্দ।

The post শ্যামনগরের মুন্সিগঞ্জে সাভাচ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32T2NSH

No comments:

Post a Comment