Wednesday, April 28, 2021

প্রজ্ঞাপন জারি: বিধিনিষেধ বাড়ল, গণপরিবহন বন্ধই থাকবে https://ift.tt/eA8V8J

চলমান বিধিনিষেধ ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (২৮ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন বলেন, “আমরা সম্ভবত আরো এক সপ্তাহের জন্য এটা (বিধিনিষেধ) কন্টিনিউ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে, আরো এক সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। সে কারণে আগে যেভাবে আছে সেভাবে সবকিছু বন্ধ থাকবে।”

প্রতিমন্ত্রী আরো বলেন, “ভারতের অবস্থাটা এতটাই অবনতি ঘটছে, এটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি। সেটা যদি বাংলাদেশে চলে আসে, এ জন্য আমাদের সাবধানতা। এইজন্য চলমান বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত। আগামীকাল হয়তো এই বিষয়ে প্রজ্ঞাপন আসবে।”

বিধিনিষেধের সময়ে দোকানপাট ও শপিংমল খোলা থাকার বিষয়ে ফরহাদ হোসেন বলেন, “মার্কেট খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। দোকানপাট খোলা থাকলে যারা কষ্ট করছিল তারা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবে। এটা হচ্ছে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ।”

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে বিধিনিষেধ দিয়েছিল সরকার। তবে তা ফলপ্রসূ না হওয়ায় পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় সেই বিধিনিষেধ। এ বিধিনিষেধ কার্যকরে ১৩ দফা নির্দেশনা দেয় সরকার।

The post প্রজ্ঞাপন জারি: বিধিনিষেধ বাড়ল, গণপরিবহন বন্ধই থাকবে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dVjBPc

No comments:

Post a Comment