Wednesday, April 28, 2021

আশাশুনির মরিচ্চাপ নদীর পানি বৃদ্ধি: লবণ পানিতে সয়লাব বাজারসহ লোকালয় https://ift.tt/eA8V8J

আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি: আশাশুনি উপজেলা সদরের মরিচ্চাপ নদীর প্রবল জোয়ারে পাউবোর বাঁধ ছাপিয়ে লবণ পানিতে সয়লাব হয়ে গেছে বাজারসহ লোকালয়। এতে করে উপজেলার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, থানা জামে মসজিদ, আশাশুনি থানা চত্বর ও বাজারে জোয়ারের পানি থৈ থৈ করতে দেখা গেছে।

আশাশুনি সদরের মরিচ্চাপ নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ৪টি পয়েন্ট দিয়ে প্রবল বেগে পানি বাজারসহ লোকাকয়ে ঢুকতে থাকে। এতে করে আশাশুনির বাজারের সকল শ্রেণীর ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আশাশুনি থানার সরকারি পুকুরটি নদীর লবণাক্ত পানিতে তলিয়ে যায়।

ফলে একদিকে মিষ্টি পানির মাছ গুলো মরে যাবে অন্যদিকে মসজিদের মুসল্লিসহ থানা পুলিশ পুকুরের পানি ব্যবহার থেকে বঞ্চিত হবে। এ ব্যাপারে আশাশুনির সদর বাজারের একাধিক দোকান মালিক বলেন, আমদের এ ভোগান্তির যেন শেষ নেই। উপজেলা সদরে প্রশাসনের সামনেই প্রতিনিয়ত এধরনের প্লাবিত হওয়ার ঘটনা ঘটলেও বিষয়টি কোন কেউ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেনি।

এছাড়া আশাশুনি থানা পুলিশের একাধিক কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন সারারাত ডিউটি শেষে সকালে গোসল করার মত আর কোন উপায় থাকলানা। জোয়ারের পানি বাজারে প্রবেশকালীন কিছুু সময়ের জন্য যেন এ স্থগিত হয়ে যায় আশাশুনি সদর বাজার এর সকল কার্যক্রম। নদীর জোয়ার শেষে পানি নেমে গেলেও বাজারের মধ্যে জোয়ারের পানিতে নাকানিচু খেতে হয় সাধারণ পথচারীদের।

আশাশুনি উপজেলা সদর ও বাজারের ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে অতি দ্রুত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সচেতন জনগণ।

The post আশাশুনির মরিচ্চাপ নদীর পানি বৃদ্ধি: লবণ পানিতে সয়লাব বাজারসহ লোকালয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sXm53J

No comments:

Post a Comment