কোভিড-১৯ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও আক্রান্ত রোগীর জরুরি সেবা প্রদানের লক্ষে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে ফ্রী এ্যাম্বুলেন্স ও অক্্িরজেন সার্ভিস চালু করা হয়েছে। হটলাইন (০৯৬৯৬৩৩৯৩৭৫)।
২৮ এপ্রিল (বুধবার) বেলা সাড়ে ১২ টায় শহরের ইটাগাছা মোড়ে মহতি উদ্যেগের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর সভাপতিত্বে স্বাস্থ্য মেনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এড.সাইদুজ্জামান জিকো (এপিপি), উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড.ফারুক হোসেন(এজিপি), পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: রফিকুল ইসলাম, নাইম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের হাবিবুর রহমান হাবিব প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ মানুষের জন্য কাজ করে চলেছে। ইফতারি বিতরণ, দুস্থ্যদের মাঝে খাদ্য সরবারহসহ বিভিন্ন ধরনের কাজ করে মানুষের মনে স্থান করে নিয়েছে।
বক্তারা আরো জানান, হটলাইন নাম্বারে (০৯৬৯৬৩৩৯৩৭৫) ফোন করে আন্ত:জেলা করোনা সংক্রান্ত যে কোন সেবা গ্রহণ করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি
The post সাতক্ষীরা স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে ফ্রী এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস চালু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3tYRdBn
No comments:
Post a Comment