শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে আগামীকাল (শুক্রবার) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১ মে (শনিবার) সকাল নয়টায় শহিদ হাদিস পার্কে মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন পেশার কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং সকাল ১১টায় বয়রা শ্রম অধিদপ্তর চত্ত্বরে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন পেশার কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন।
তিনি ২ মে (রবিবার) বেলা আড়াইটায় শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালনা পরিষদের ভার্চুয়ালি সভায় সভাপতি হিসেবে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ৩ মে (সোমবার) বেলা আড়াইটায় নিজ বাসভবনে খালিশপুর থানায় আওয়ামী লীগের নেতা, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড থেকে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ৪ মে (মঙ্গলবার) বেলা আড়াইটায় নিজ বাসভবনে দৌলতপুর ও খানজাহান আলী থানার আওয়ামী লীগের নেতা, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ড থেকে ৬ নম্বর ওয়ার্ড এবং ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি ৫ মে (বুধবার) দুপুরে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
তথ্যবিবরণী
The post শ্রম প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nwcAHC
No comments:
Post a Comment