শ্যামনগর প্রতিনিধি: প্রচন্ড খরা আর তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় স্থানীয়দের উদ্যোগে নফল নামায অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা চারটার দিকে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ছোট ভেটখালী ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত ঐ নামায ও দুআ’তে শতাধিক মুসল্লী অংশ নেয়।
মাওলানা নুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত নফল নামায ও দুআ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ মহসীন আলম, মাওলানা আছাদুজ্জামান, আব্দুল মান্নান কাগুজী, আবুল বাসার প্রমুখ। আয়োজক কতৃপক্ষের তরফে বলা হয় আগামী দুই দিন একই সময়ে সেখানে নফল নামায শেষে বৃষ্টির জন্য প্রার্থনা জানিয়ে দুআ করা হবে।
The post আল্লা মেঘ দে- পানি দে- ছায়া দে- প্রার্থনায় শ্যামনগরে নফল নামায অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nkF5rR
No comments:
Post a Comment