Wednesday, April 28, 2021

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ https://ift.tt/eA8V8J

শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াহাটি নন্দীগ্রামে এক সংখ্যালঘু পরিবারের শতাধিক বছরের ভোগ দখলীয় জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে একাধিক ডাম্পারযোগে মাটি ভরাট করে ঐ জমি দখলের চেষ্টা করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জিএম আল আমিন হোসেন ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সাবেক গাড়ি চালক আব্দুল গফ্ফারের নেতৃত্বে ঘটনাটি ঘটে।

পরবর্তীতে সংখ্যালঘু ঐ পরিবারের পক্ষ থেকে ৯৯৯ ফোন করার পর শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে কাজ বন্ধ করে। গভীর রাতে জমি দখল চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে সংখ্যালঘু পরিবারের সদস্য হিমাংশু কুমার মন্ডল আল আমিন ও আব্দুল গফ্ফারসহ ১৪ জনকে অভিযুক্ত করে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে।

জানা গেছে সোমবার মধ্য রাতে কাঁচড়াহাটি নন্দীগ্রামের একটি বিরোধীয় জমিতে একাধিক ডাম্পারযোগে মাটি ফেলে ভরাটের চেষ্টা করা হয়। চন্ডিপুর ও হাটচালাসহ পাশর্^বর্তী এলাকা থেকে মাটি কেটে নিয়ে এসে সেখানে ফসলী জমি ভরাট করে তা দখলের চেষ্টা করে স্থানীয়ভাবে ব্যাপক প্রভাবশালী ঐ মহল।

এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জমির মালিক পক্ষের লোকজন ৯৯৯ ফোন দিয়ে পুলিশি সহায়তা চাইলে শ্যামনগর থানার উপ-পরিদর্শক আলী সনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে কাজ বন্ধ করে দেন।

শত বছরের ভোগ দখলীয় জমি জবর দখল চেষ্টার অভিযোগ এনে হিমাংশু কুমার জানান, জমি নিয়ে সরকারের সাথে মামলা চলমান রয়েছে। আদালতের স্থগিতাদেশ থাকার পরও সোমবার রাতে ভগ্নিপতি, ভাগ্নেসহ নিজস্ব লোকজন নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন সেখানে মাটি ভরাট দিয়ে দখলের চেষ্টা করে।

এসময় তাদেরকে মাটি ভরাটে বাঁধা দিতে গেলে উপজেলা নির্বাহী অফিসারের সাবেক গাড়ি চালক আব্দুল গফ্ফারসহ অন্যরা তাদের তাড়িয়ে দেয়। পরবর্তীবে পুলিশ যেয়ে কাজ বন্ধ করে দেয়।

হিমাংশু কুমার মন্ডল আরও জানায়, একই ভাবে গত ২০ ডিসেম্বর রাতে আল আমিন ও গফ্ফারের নেতৃত্বে সন্ত্রাসীরা ঐ জমি দখলের চেষ্টা করে। এসময় বাঁধা দিতে যেয়ে তার ভাই, মামাসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়। দুইজনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার পাশাপাশি একজনকে পিটিয়ে পা খেঙে গুড়িয়ে দেয়।

হিমাংশু অভিযোগ করেন ঐ ঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়েরের পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলেও আল আমিনসহ অন্যরা ধরাছোয়ার বাইরে থেকে যায়। এক পর্যায়ে পুলিশ দ্রুত সময়ে চার্জশীট দিয়ে দিলে আসামীরা প্রকাশ্যে এসে আবারও হুমকি ধমকীর এক পর্যায়ে সোমবার রাতে একইভাবে জমি দখলের চেষ্টা করে।
হিমাংশুর ভাই উৎপল কুমার মন্ডল জানান, বিবাদমান ঐ জমি তাদের বসতবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে।

যদিও দখল চেষ্টায় লিপ্ত চক্রটির বসত বাড়ি সংলগ্ন হওয়ায় তারা সবার অলক্ষ্যে প্রতিবারই রাতের বেলা নিজস্ব সন্ত্রাসী বাহিনী নিয়ে ঐ জায়গা জবর দখলের চেষ্টা করছে। জমি সংলগ্ন এলাকায় গেলে তারা ষড়যন্ত্র করে নারী ঘটিত বিষয়সহ নানা ধরনের হয়রানীমুলক মামলায় জড়িয়ে দেয়ারও হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

উৎপল মন্ডল অভিযোগ করে জানান, জমি দখল চেষ্টায় লিপ্ত প্রতিপক্ষ তাদেরকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করছে। একের পর এক মামলায় জড়িয়ে দেয়ার পাশাপাশি বিরোধপুর্ন ঐ জমি নিয়ে সার্বক্ষনিক আদালতে দৌড়াদৌড়িতে ব্যস্ত রাখার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করারও হুমকি দিচ্ছে।

পৈত্রিকভাবে মালিকানা স্বত্ত্ব থাকার পরও স্থানীয় প্রভাব খাটিয়ে সংশ্লিষ্টরা দীর্ঘদিনের ভোগ দখলীয় ঐ জমি থেকে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

অশোক মন্ডল নামে ঐ সংখ্যালঘু পরিবারের সদস্য জানান, তাদের পুর্ব পুরুষদের জমি কৃতপক্ষের ভুল সিদ্ধান্তে খাস করার পর বিষয়টি জানতে পেরে তারা আদালতের দারস্থ হন। অথচ স্থানীয়ভাবে ব্যাপক ক্ষমতাধর ও প্রভাবশালী গ্রুপটি মুল্যবান ঐ জমি গোপনে বন্দোবস্ত নেয়। বিষয়টি জানার পরপরই কতৃপক্ষ বন্দোবস্ত বাতিল করার পাশাপাশি আাদালত তা স্থগিত করা সত্ত্বেও তারা উদ্দেশ্যমুলকভাবে তা জবর দখলের চেষ্টা করছে।

স্থানীয় একাধিক সুত্র জানায় বিরোধপুর্ন ঐ জমি বন্দোবস্তের পুরো প্রক্রিয়ায় মারাত্মক ধরনের জালিয়াতি করা হয়েছে। মৃত ব্যক্তির নামে বন্দোবস্ত গ্রহণের পাশাপাশি সেখানে বিত্তবান আর ধর্ণাঢ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। চক্রটি মুলত সরকারি জমি বন্দোবস্ত নিয়ে পরবর্তীতে বিক্রি করে আবারও নুতন জমি বন্দোবস্ত নিয়ে অভিন্ন ব্যবসা করে।

সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল গফ্ফারের নেতৃত্বে এ চক্রটি বনেআদবস্ত ব্যবসার সাথে জড়িত দাবি করে স্থানীয়রা জানায় বিভিন্ন মৌজায় সরকারি খাস জমির সন্ধান নিয়ে সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব করে থাকে। মৃত ব্যক্তির নামে বন্দোবস্ত গ্রহণসহ বন্দোবস্তের শর্ত ভংগের অভিযোগের তদন্তপুর্বক অসহায় সংখ্যালঘু পরিবারকে রক্ষায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা থাকায় রাতে মাটি ফেলার কাজ বন্ধ করার পর সংশ্লিষ্টদের আদালতের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। ইতিমধ্যে হিমাংশু মন্ডল লিখিত অভিযোগ করেছে জানিয়ে তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

The post শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xvmSwj

No comments:

Post a Comment