Tuesday, April 27, 2021

বাস-মিনিবাস ২২ দিন বন্ধ: সাতক্ষীরায় ত্রাণের দাবিতে শ্রমিকদের মানববন্ধন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, শ্রমিক নেতা মখছুর রহমান, মনিরুল ইসলাম, লিয়াকত হোসেন, মশিউর রহমান, আব্দুস সালাম, শেখ শফিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, মোরশেদ হোসেন, জুলফিকার হোসেন সবুজ প্রমূখ।

বক্তারা বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার বাস-মিনিবাস শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। টানা ২২ দিন গাড়ি বন্ধ থাকলেও এখনো পর্যন্ত কেউ পাশে দাঁড়ায়নি তাদের। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটছে শ্রমিক পরিবারগুলোর। বক্তারা আরো বলেন, শ্রমিক ইউনিয়নের বিপুল পরিমান ফান্ড থাকার কথা থাকলেও করোনাকালে তা ব্যয় করা হচ্ছে না।

বক্তারা মটর শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি জানান। একইসঙ্গে তারা ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় তারা বাস চালু করে দেওয়ার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

The post বাস-মিনিবাস ২২ দিন বন্ধ: সাতক্ষীরায় ত্রাণের দাবিতে শ্রমিকদের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dUllYZ

No comments:

Post a Comment