Thursday, April 29, 2021

দেশে ফেরা ৪জন করোনা পজিটিভ সহ অসুস্থ্য ১৭জনকে যশোরে হস্তান্তর https://ift.tt/eA8V8J

এম এ রহিম, বেনাপোল (যশোর): বিশ্বব্যাপী করোনা মহামারির এসময়ে এনওসি নিয়ে বেনাপোল সীমান্ত চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে ফিরছে ভারতে আটকে পড়া যাত্রীরা। দেশে ফিরে করোনা ঝুকিতে পড়ছেন তারা। সীমান্তে অনেকে মানছে না কেরোনা সু রক্ষা। ভারত ফেরা যাত্রীরা মিলমিশে একাকার হচ্ছে স্থানীয়দের সাথে। গত তিনদিনে ফিরেছে ৫শতাধিক যাত্রী এর মধ্যে ৪জন করোনা আক্রান্ত।

গুরুতর অসুস্থ্য ১৭ জনকে যশোর জেনারেল হাসপাতোলে আইসোলেশনে পাঠানো হয়েছে। ভারত ফেরা সব যাত্রীকে ১৪দিনের বাধ্যতামূলক কোয়ারেটাইনে রাখায় আটকে পড়া যাত্রীদের মধ্যে বাড়ছে করোনা ঝুকি। নিজ খরচে হোটেলে থাকতে হচ্ছে যাত্রীদের। ফলে সুস্থ্য রোগীদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় আশংকা করছেন তারা। বাড়ছে করোনা আতংক। ক্লান্ত হতাশাগ্রস্ত এসমস্থ যাত্রীদের মাঝে বয়ষ্ক ও শিশু রোগীর সংখ্যা বেশি হওয়া সৃষ্টি হচ্ছে সমস্যার।

স্থানীয়রা জানান, বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অনেকেই মানছেনা করোনা সুরক্ষা, লেবার, প্রাইভেট চালক, ভ্যান, বাইক, মোটর সাইকেলচালক, ব্যাংক কর্মকর্তারাও যত্রতত্র মাস্কবিহীন চলাচল করছে। মানছেন না সামাজিক দুরত্ব। ভারত ফেরা যাত্রীদের রাখা হচ্ছে একই সাথে কোয়ারেন্টাইনে। তাদের মধ্যে করোনা সংক্রামন ছড়ানোর শংকা বাড়ছে।

আতঙ্কগ্রস্ত যাত্রীরা সরকারের সু দৃষ্টি কামনা করেছেন। কোয়ারেন্টাইনে নেই চিকিৎসা সুবিধা, রোগীর পুষ্টিকর খাদ্য, নেই কোমট বাথরুম। চিকিৎসা শেষে শুন্যহাতে দেশে ফিরে কোয়ারান্টাইনের খরচ চালাতে অপারগ অসহায় এসমস্ত যাত্রীরা। তাই নিজ নিজ হোমকোয়ারেন্টাইনে থাকার মিনতি জানিয়েছেন তারা। কোয়ারেনটোইনে থেকে করাতে চান পরীক্ষা। নেগিটিভ হলে যেতে চান বাসায়। ১৪দিন থাকবেন বাসাতেই। সুরক্ষা মানতে চান তারা।

বৃহস্পতিবার সকাল থেকে ইমিগ্রেশন এলাকায় যাত্রীদের সামাজিক দুরত্ব মেনে বসানো হয়েছে। সু রক্ষায় কাজ করছে প্রশাসন। আমদানি রপ্তানি রয়েছে স্বাভাবিক।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম বলেন, গত তিনদিনে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫৩৮জন বাংলাদেশীকে ইমিগ্রেশন কার্যাদি শেষে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। সু রক্ষার বিষয়ে গুরুত্বের সাথে দেখছেন তারা।

৪জন করোনা আক্রান্তকে যশোরে পাঠানো হযেছে। অসুস্থ্য ১৭ জনকে ভর্তি করা হয়েছে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে। বিভিন্ন এজেন্সির সহযোগিতা েিন্য় করোনা সু রক্ষায় কাজ করছেন তারা।

The post দেশে ফেরা ৪জন করোনা পজিটিভ সহ অসুস্থ্য ১৭জনকে যশোরে হস্তান্তর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nA6u9o

No comments:

Post a Comment