Tuesday, April 27, 2021

কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন জাহাঙ্গীর, শফি ও ফারহানা https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন ৩ কাউন্সিলর। তারা হলেন- যথাক্রমে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর জিএম শফিউল আজম শফি ও ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্যানেল মেয়র নির্বাচন করা হয়।

সভায় ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ওই প্যানেল নির্বাচিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

এদিকে, নয়া নির্বাচিত তিন প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, শফিউল আজম ও ফারহানা হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়রসহ অন্য কাউন্সিলররা।
অনুরূপভাবে প্যানেল মেয়ররাও পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

The post কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন জাহাঙ্গীর, শফি ও ফারহানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xrG0uZ

No comments:

Post a Comment