Tuesday, April 27, 2021

সাতক্ষীরায় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা https://ift.tt/eA8V8J

 

পত্রদূত ডেস্ক: অনাবৃষ্টি, খরা, কালবৈশাখী ঘূর্ণিঝড় ও প্রকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এ বছর উপকূলীয় জেলা সাতক্ষীরায় আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী পহেলা মে গোবিন্দভোগ, গোপালভোগসহ আগামজাতের আম, ২১ মে হিমসাগর আম, ২৭ মে ল্যাংড়া আম ও ৪ জুন থেকে আ¤্রপালি আম ভাঙ্গা যাবে।

সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ নিয়ে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা (সার্বিক) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নিরাপদ আম বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ বিষয়ক কমিটির সদস্য সচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আম চাষী এবং আম ব্যবসায়ীরা।
সভায় চলতি মৌসুমে খরার কারণে গত মৌসুমের চেয়ে ১ সপ্তাহ আগে আম ভাঙ্গার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল ব্যানার্জী, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সেক্রেটারি মো. আব্দুর রহিম বাবু, জয়েন্ট সেক্রেটারি রজব আলী খাঁ, সফল প্রকল্প প্রতিনিধি কামরুজ্জামান, আম চাষী এসএম লিয়াকত হোসেন, মো. মনিরুল ইসলাম, মোকছেদ মোড়ল ও আবু ছাদেক।

The post সাতক্ষীরায় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tXKBTR

No comments:

Post a Comment