আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রম এর আওতায় বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প এর সহযোগিতায় চাম্পাফুল ও তারালী ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মধ্যে দুর্যোগে জরুরী সাড়াপ্রদান এবং দুর্যোগের সতর্ক বার্তা প্রচারের জন্য প্রতিটি ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে ১টি করে মেগাফোন ও ১টি করে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও সহ ফাষ্ট এইড বক্স প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নব যাত্রা ফিল্ড অফিস কালিগঞ্জ জরুরী টুলস কিটস বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক ও তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক ছোট উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং জরুরী টুলস কিটস বিতরণ করেন।
অনুষ্ঠানে নবযাত্রা প্রকল্প এর ফিল্ড অফিস ম্যানেজার মো: আশিক বিল্লাহ, প্রজেক্ট অফিসার বিপ্লব তপাদার, এসএসও আব্দুর রাজ্জাক শাহ, সাংবাদিকবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত প্রকল্পের মাধ্যমে নব যাত্রা প্রকল্প ফিল্ড অফিস কালিগঞ্জ উপজেলার ১০৮ টি ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ১০টি যুব ক্লাবকে দুর্যোগে জরুরী সাড়াপ্রদান এবং দুর্যোগের সতর্ক বার্তা প্রচারের জন্য জরুরী টুলস কিটস বিতরণ করেছে, যা এই দুর্যোগ প্রবণ এলাকার জনগনের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি
The post কালিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও যুব সংগঠনের মধ্যে জরুরী টুলস কিটস বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3aNqVdQ
No comments:
Post a Comment