করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হলে তাকে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা।
হাসপাতালে ভর্তি করার তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে আছেন তিনি। সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে আজ বুধবার তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সেসময় হাসপাতালের অভ্যন্তরে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ডা. আল মামুন এবং এফ এম সিদ্দিকী।
গত রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে বেগম খালেদা জিয়াকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে সিটি স্ক্যান করাতে নেয়া হয়েছিল একই হাসপাতালে।
গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনাভাইরাসের রেজাল্ট পজিটিভ আসে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়। করোনার কোন উপসর্গ নেই বলেও জানান খালেদা জিয়ার চিকিৎসকরা।
গত ২৪ এপ্রিল শনিবার দ্বিতীয়বার করোনার পরীক্ষায় আবারও পজিটিভ আসে বিএনপি চেয়ারপার্সন।
The post হাসপাতালে ভর্তি খালেদা জিয়া appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sZbPIr
No comments:
Post a Comment