বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জের ধরে প্রাণ গেল ৫ ছাগলের। বিষ প্রয়োগে ছাগলগুলো হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার আব্দুল হালিম জানান, পোড়া কাটলা গ্রামের নুর ইসলাম ও আবিয়ার রহমানের সাথে পূর্বদুর্গাবাটি গ্রামের বাবুরাম সরদারের পারিবারিক বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে বাবুরাম সরদার বিষ প্রয়োগ করে ৫টি ছাগল হত্যা করেছেন বলে অভিযোগ করেন নুর ইসলাম ও আবিয়ার রহমান। বুধবার (২৮ এপ্রিল) সকালে ছাগলগুলো বাবুরাম সরদারের ক্ষেতে ঘাস খেতে গেলে বাবুরাম ছাগলগুলোকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে খাওয়ায়। এরপর একটি ছাগল ক্ষেতের মধ্যে ও বাকিগুলো বাইরে এসে মারা যায়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য সাবেক ইউপি সদস্য মৃনাল কুমার চেষ্টা করছেন বলে জানান। ছাগলগুলোর মূল্য ৭০ হাজার টাকা। এলাকাবাসী আরও জানান, ইতোপূর্বে শিক্ষক বাবুরাম সরদার ও তার ভাই বিপ্ল¬ব প্রতিবেশীর ছাগল তাদের ক্ষেতে গেলে নোনা পানিতে চুবিয়ে হত্যা করেছিল। সম্প্রতি একই গ্রামের ইসমাইল গাজী ও নুর হোসেনের ৩টি ছাগল পানিতে চুবিয়ে মেরেছে বলে অভিযোগ করেন তারা।
এব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।
The post শ্যামনগরে পারিবারিক বিরোধে প্রাণ গেল ৫ ছাগলের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2QCZzA5
No comments:
Post a Comment