Sunday, December 5, 2021

সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা নেই সূর্যের। রোববার (৫ ডিসেম্বর) মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ভেদ করে দুই একবার তেজহীন সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না।

সবকিছু মিলে আবহাওয়া ধীরে ধীরে শীতলের দিকে এগিয়ে চলছে। এর আগে শনিবার (৪ নভেম্বর) দিনভর সূর্যের দেখা যায়নি সাতক্ষীরায়। বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। এ অবস্থার পরিবর্তন হলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। অসময়ে বৃষ্টি হওয়ায় কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুইদিন ধরে আকাশ মেঘলাসহ কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। ঝড়ের প্রভাব কেটে গেলে আবহাওয়া আবার স্বাভাবিক হবে। তবে, আগামী দুই-এক দিন পর থেকে বাড়বে শীতের প্রকোপ।

The post সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DqnV2f

No comments:

Post a Comment