পত্রদূত রিপোর্ট: ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নবগঠিত ৫ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনার বিভাগীয় পরিচালক কতৃক গঠনকৃত এডহক কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের নেতৃত্বে আহবায়ক কমিটির সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।
এজাজ আহমেদ স্বপন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া এডহক কমিািটর সদস্য ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক সহ-সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক এ এস এম মাকছুদ খান ও সাবেক সদস্য মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
নব্বইয়ের ছাত্র গণ আন্দোলনের নেতা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের তরুন নেতৃবৃন্দের উপস্থিতিতে এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান, মুন্নি, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজী প্রমুখ। বিস্তারিত আসছে————-
The post ভোমরা সিএন্ডএফ এর এডহক কমিটির দায়িত্ব গ্রহণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pdz1Ti
No comments:
Post a Comment