Friday, December 3, 2021

শ্যামনগরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত https://ift.tt/eA8V8J

রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): কোভিডোত্তর বিশে^র টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশ গ্রহণ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় শ্যামনগর উপজেলায় ৩ ডিসেম্বর ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে পালিত হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শ্যামনগর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুল নিজস্ব চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি শেষে মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য আব্দুল গফুর, শিক্ষক রুহুল কুদ্দুস, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুণা পারভীন প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষে রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্তরে অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা প্রাইড প্রকল্পের আওতায় ডিআরআরএ এর সহায়তায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

The post শ্যামনগরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xQ0gqO

No comments:

Post a Comment