Friday, December 3, 2021

বিশ্বশান্তি কামনায় পুরাতন সাতক্ষীরা নাথপাড়ায় কালিপূজা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: বিশ্বশান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে পুরাতন সাতক্ষীরা নাথপাড়ায় ধর্মীয় আনুষ্ঠানিকার মধ্যদিয়ে পালিত হয়েছে শ্রীশ্রী কালিপূজা। সাতক্ষীরা নিউমার্কেট মোড়স্থ হোটেল কর্নারের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সাধন কুমার গুহ’র বাড়ির পারিবারিক মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।

পূজা উপলক্ষে সন্ধ্যা আরতী ও মাঙ্গলিক কীর্তনের আয়োজন করা হয়। আশাশুনির পাইথালী থেকে কীর্তনদল রাত্রব্যাপী কীর্তন পরিবেশন করে সুখ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রার্থনা করেন। বার্ষিক এ পূজাকে ঘিরে সেখানে বিরাজ করে উৎসবমূখর পরিবেশ। পূজা অর্চণায় প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

শক্তির দেবী কালীমাতার চরণে অর্পন করা পূজার উপহার। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন স্বর্গীয় সাধন কুমার গুহ’র ছেলে নিত্যানন্দ গুহ (মনি), গোরাচাঁদ গুহ, গোপাল চন্দ্র গুহ, রেখাগুহ, কানাইলাল, মালতি গুহ, বলাই দেবনাথ, গনেশ দেবনাথ, রাহুল দেবনাথসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পূজায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

 

The post বিশ্বশান্তি কামনায় পুরাতন সাতক্ষীরা নাথপাড়ায় কালিপূজা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xP2Opj

No comments:

Post a Comment