Sunday, December 5, 2021

হরিঢালীর অসুস্থ মজিদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্য প্রদান https://ift.tt/eA8V8J

আব্দুস সবুর আল আমিন, কপিলমুনি (খুলনা): বিনা চিকিৎসায় দীর্ঘ রোগ যন্ত্রণায় ক্লিষ্ট ছিন্নমূল মজিদ মোড়ল (৪১) প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্য পেয়ে বাঁচার স্বপ্ন দেখছে।

উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের অসহায় আব্দুল মজিদ মোড়ল পরপর তিনবার তার পেটে অস্ত্রপোচার করা হয় কিন্তু প্রয়োজনীয় ঔষধের অভাবে সে ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে। বাঁচার আশাবাদ দিয়ে মৃত্যুর প্রহর গুনতে থাকে। এ খবর জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু তার পাশে দাঁড়ান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মজিদের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা অনুদান আনেন। শুধু মজিদ মোড়ল নয় এরকম আরও ৩৭জন অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রী আর্থিক সাহায্য প্রদান করেন। গত ২৮ অক্টোবর সাংসদ মো: আক্তারুজ্জামান বাবু পাইকগাছা উপজেলা মিলনায়তনে এসব অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান করেন। সাহায্য পেয়ে মজিদ সহ ও তার স্ত্রী কান্না জড়িত কন্ঠে প্রধানমন্ত্রীসহ স্থানীয় সাংসদের দীর্ঘায়ু কামনা করেন।

The post হরিঢালীর অসুস্থ মজিদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্য প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xY30mb

No comments:

Post a Comment