Monday, December 6, 2021

ভোমরা সিএন্ডএফ’র উদ্যোগে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন https://ift.tt/eA8V8J

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ডিসেম্বর) দুপুর ১টায় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ এ কে ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুঁতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, পৌর আ.লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজী,

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হোসেন প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য এ.এস.এম মাকছুদ খান, আশরাফুজ্জামান আশু ও রামকৃষ্ণ চক্রবর্তী প্রমূখ।

The post ভোমরা সিএন্ডএফ’র উদ্যোগে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DrznuD

No comments:

Post a Comment