পীযুষ বাউলিয়া পিন্টু, মুন্সীগঞ্জ (শ্যামনগর): শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভবতোষ কুমার মন্ডল সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (পহেলা ডিসেম্বর) সন্ধ্যায় সুন্দরবন প্রেসক্লাবের কার্যলয়ে কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিমাই মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম।
এতে নির্দেশনামূলক বক্তব্য রাখেন সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক বিলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম মাসুম বিল্লাহ, এমএম আব্দুল্লাহ আল মামুন, দিপক মিস্ত্রী, হুদা মালীসহ প্রেসক্লাবের সকল সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলেন ভবতোষ কুমার মন্ডলের সফরসঙ্গী মুকুল হোসেন, মোস্তাফিজুর রহমান, আশিকুর রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ভবতোষ কুমার মন্ডল বলেন, নৌকাকে বিজয় করে দেশের উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
The post সুন্দরবন প্রেসক্লাবে চেয়ারম্যান প্রার্থী ভবতোষের মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3G6jxHC
No comments:
Post a Comment