সংবাদদাতা: দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিলেন কেরালকাতা ইউপি‘র বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী ভিপি মোরশেদ। কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) আসন্ন ৫ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন উত্তোলন করে তা জমা দিয়েছেন।
বুধবার ১ ডিসেম্বর গুলশান আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিলেন। আজই ছিল এই মনোনয়ন পত্র জমার শেষ দিন। এর আগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের লিখিত নির্দেশনায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমুলের কাউন্সিলরদের সমর্থনের জন্য একটি বর্ধিত সভার আয়োজন করে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগ।
গত শুক্রবার ২৬ নভেম্বর স্থানীয় কাজিরহাট বাজারের দলীয় কার্যালয়ের পাশে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগ। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ সহ ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ কাউন্সিলরবৃন্দ। সেই বর্ধিত সভা থেকে আসন্ন ৫ ধাপে ইউপি নির্বাচনে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের একক দলীয় প্রার্থী নির্বাচিত হয় বর্তমান নৌকা প্রতিকের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।
ঠিক এভাবেই কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্যাডে ভিপি মোরশেদকে একক দলীয় প্রার্থী হিসেবে নাম পাঠানো হয় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ বরাবর। কেরালকাতা ইউনিয়নের বর্তমান নৌকা প্রতীকের চেয়ারম্যান ভিপি মোরশেদ বুধবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাতক্ষীরা জেলা, কলারোয়া উপজেলা ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া সমর্থন কামনা করেছেন।
The post দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন কেরালকাতা ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ভিপি মোরশেদ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3xRwlyI
No comments:
Post a Comment