Thursday, December 2, 2021

শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত শতাধিক https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। ডিহি ও বাগআঁচড়াসহ বিভিন্ন ইউনিয়নে ঘটেছে ভয়াবহ হামলার ঘটনা। নির্বাচনে জয়ী মেম্বররা প্রতিপক্ষের ভোটার ও সমর্থকদের কুপিয়ে জখম করেছে। ভাংচুর করেছে ঘরবাড়ি। হামলায় আহত শতাধিক কর্মি সমর্থক হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। অনেকের অবস্থা আশংকাজনক। পরিবেশ শান্ত করতে মাঠে নেমেছেন এমপি শেখ আফিল উদ্দিন।

শার্শা থেকে নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন-উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানা ওসি বদরুল আলম খান উপজেলায় নির্বাচনী সহিংসতা রোধে বুধ ও বৃহস্পতিবার শালকোনা, পাকশি ও পন্ডিতপুর, কায়বা, বাগআচড়া গোগাসহ বিভিন্ন ইউনিয়ন সফর করেছেন। খোঁজ খবর নিয়েছেন আহতদের। পরিবারকে দিয়েছেন শান্ত¦না। ফলে পরিবেশে কিছুটা শান্ত হতে শুরু করেছে।

The post শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত শতাধিক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DhMbUq

No comments:

Post a Comment