বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির’র ৮৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার বিকাল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাকপার্কে উক্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলেগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাপ্পি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, সাবেক সহ-সভাপতি সোহরব হোসেন সাজু, আবুল কাশেম, রিপন সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।
আলোচনা সভা শেষে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাকপার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের পাকাপোল মোড়, নিউ মার্কেট মোড়, সঙ্গীতা মোড় প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাকপার্কে এসে র্যালি শেষ হয়। প্রেসবিজ্ঞপ্তি
The post যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্ম বার্ষিকীতে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31thGNW
No comments:
Post a Comment