Monday, December 6, 2021

মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত টি-৫৫ ট্যাংক ও মাউন্টেন হাউটজার গান বাংলাদেশকে উপহার https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: দেশের মহান মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মি: মি: মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশকে প্রদান করবে ভারত সরকার। ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে আজ মঙ্গলবার (৭ডিসেম্বর) বেনাপোল স্থলবন্দরে এসে পৌছাবে। পরবর্তীতে ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বেনাপোল বন্দরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভারত থেকে উপহার হিসেবে প্রাপ্ত টি-৫৫ ট্যাংক এবং মাউন্টেন হাউটজার গানটি ভারতীয় কর্তৃপক্ষের নিকট থেকে হস্তান্তরের সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধিদলকে বেনাপোল স্থল বন্দরে প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে পত্র পাঠানো হয়েছে।

বিষয়টি বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার নিশ্চিত করেছেন।

ট্যাংক এবং মাউন্টেন হাউটজার গান বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রান্সপোর্ট থেকে ক্রেনের মাধ্যমে আনলোড করে বাংলাদেশি ট্রান্সপোর্টে পুনরায় লোড করে লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত¡াবধানে জাতীয় জাদুঘর, শাহবাগ ও ঢাকা সেনানিবাসে পৌছানো হবে।

এরআগে বেনাপোল চেকপোস্ট দিয়ে মুক্তিযুদ্ধ শেষে ভারতে নিয়ে যাওয়া ৬টি কামান (মুজিব ব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে ২০১১ সালের ২১ জুন ২টি ও ১৯ ডিসেম্বর ৪টি কামান ফেরত দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশি সেনাবাহিনীকে বিভিন্ন সময়ে দু’দেশের সেনাবাহিনীর বন্ধুত্বের নিদর্শন স্বরুপ প্রশিক্ষিত কুকুর, ঘোড়া ও কম্পিউটার উপহার দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী।

 

 

The post মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত টি-৫৫ ট্যাংক ও মাউন্টেন হাউটজার গান বাংলাদেশকে উপহার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dnFdmj

No comments:

Post a Comment