করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া প্রধানমন্ত্রী ঘোষিত অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রণোদনার অর্থ প্রদান ও ত্রাণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরার ১৩টি শ্রমিক সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা কালেক্টরেট চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, গত ২৬ মার্চ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়ে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা। এতে জাতীয় শ্রমিক ফেডারেশন, রং পালিশ শ্রমিক, ইলেক্ট্রিশিয়ান, রেস্তোঁরা, বোর্ড ফার্নিচার, টাইলস মোজাইক, স্বর্ণ ছাই শ্রমিক, দর্জি, রিকসা-ভ্যান, সংবাদপত্র বিক্রেতা, ইটভাটা, ওয়েলডিং শ্রমিকসহ সাতক্ষীরা শহরের প্রায় সাড়ে ১৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে তারা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রী অনেকেই পেলেও তারা বঞ্চিত হয়েছেন। একই সাথে সরকার ঘোষিত অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রণোদনার অর্থও তারা পাননি।
বক্তারা এ সময় কর্মহীন হয়ে পড়া অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় অর্ন্তভুক্তকরণ ও ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. ফাহিমুল হক কিসলুর নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দ সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামানের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।
অনলাইন ডেস্ক:
The post অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রণোদনার অর্থ প্রদান ও ত্রাণের দাবিতে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/35D3S1m
No comments:
Post a Comment