Saturday, May 9, 2020

প্রধানমন্ত্রী দফতরের নথি জালিয়াতি: রিমান্ডে ছাত্রলীগ নেতা তরিকুল, সংগঠন থেকে বহিষ্কার https://ift.tt/eA8V8J

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতির মামলায় রিমান্ডে নেওয়া ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি তরিকুল ইসলাম মুমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৯ মে) সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেওয়ার অভিযোগের মামলার আসামি ছিল ‍মুমিন। গত ৫ মে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম। তরিকুল ছাড়াও এই মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমা ও ফরহাদ নামে আরও দুই জনকে আসামি করা হয়।
মামলার আসামি তরিকুল ইসলাম ‍মুমিনকে গত বুধবার রাতে ভোলার গাজীপুর রোডের বাসা থেকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে সড়কপথে ঢাকায় নিয়ে আসা হয়।
পরে তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে উপস্থিত করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার (৮ মে) থেকে তিনি রিমান্ডে রয়েছেন।

The post প্রধানমন্ত্রী দফতরের নথি জালিয়াতি: রিমান্ডে ছাত্রলীগ নেতা তরিকুল, সংগঠন থেকে বহিষ্কার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dxbp4s

No comments:

Post a Comment