Tuesday, May 26, 2020

করোনায় আক্রান্ত ৫৬ লাখ, মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়াল https://ift.tt/eA8V8J

কোভিড-১৯ মহামারীতে বিশ্ব আজ থমকে দাঁড়িয়েছে।রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ।আক্রান্তের মিছিলও দীর্ঘ হচ্ছে।এরইমধ্যে করোনাভাইরাসে মৃত্যু সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে।সংক্রমণ দেখা দেয়ার সাড়ে ৫ মাসেরও কম সময়ে এই মৃত্যু হল।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, কোভিড-১৯ রোগে ৩ লাখ ৫০ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে।
আর করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বেলা ১০ টা ৫০ মিনিট পর্য ন্ত করোনাভাইরাসে ৩ লাখ ৫২ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে।আর প্রাণঘাতি এই মহামারীতে আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৮৫ হাজার ৯৩৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। সেখানে মোট আক্রান্ত ১৬ লাখ ৮০ হাজার ৬৮০ জন।
এরপরই ক্ষতিগ্রস্ত ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে ৩ লাখ ৯১ হাজার ২২২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ২৪ হাজার ৫১২ জন মারা গেছেন।
হপকিন্সের তালিকায় তৃতীয় স্থানে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ৬২ হাজার ৩৪২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৭ জনের।
ব্রাজিল-রাশিয়ার তুলনায় যুক্তরাজ্যে আক্রান্ত কম (২৬৬,৫৯৯) হলেও ভাইরাসে সেখানে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ১৩০ জনের।
দশদিনের শোক ঘোষণা করা স্পেনে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৩৬ হাজার ২৫৯ জন।
তালিকায় শীর্ষ দশে উঠে আসা ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৩৪৪ জন।
মঙ্গলবার সরকারের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ৫২২, আক্রান্ত ৩৬ হাজার ৭৫১।
গত বছরের ১৭ ডিসেম্বর চীনের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।এটি বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।গত ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

The post করোনায় আক্রান্ত ৫৬ লাখ, মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়াল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gsNQfF

No comments:

Post a Comment