Monday, May 11, 2020

ঈদকে সামনে রেখে কেশবপুরের হাট বাজারে ক্রেতারা মানছে না সামাজিক দূরত্ব https://ift.tt/eA8V8J

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে সামজিক দূরত্ব বজায় না রেখে ক্রয়-বিক্রয়ে মেতে উঠে ক্রেতা-বিক্রেতারা। তারা মানছে না সরকারী বিধি নিষেধ। তার উপর আবার সামাজিক দুরত্ব বজায় রেখে দোকান খোলা রাখা সরকারি সিদ্ধান্ত মানুষকে আরো বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষ নিজেকে বাচাতে সচেতন না হয়, যদি ্ভাবে চলতে থাকে তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সচেতন মহল আশাঙ্কা করছেন এবং তারা প্রশাসনিক নজরদারি আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক কাঁচা বাজার উপজেলা প্রশাসন পূর্ববতী স্থান থেকে সরিয়ে ১৫ এপ্রিল কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানান্তর করেন। ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্ব প্রথম দিকে বজায় রেখে চললেও সম্প্রতি সামাজিক দূরত্ব মানছে না কেউই। উপজেলায় ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে হাট বাজারে আসা মানুষদের করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে সরেজমিন কলেজ মাঠের বাজারে গিয়ে দেখা যায় ক্রেতা-বিক্রেতার উপচেপড়া ভিড়। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনাকাটা করছে। একই অবস্থা দেখাগেছে উপজেলার ভালুকঘর বাজারে। সেখানেও দেখা গেছে সামজিক দুরত্ব বজায় রাখতে বাজারটি খোলা মাঠে নিয়ে গেলেও সাধারণ ক্রেতারা মানছে না সরকারি নিষেধ। খোজ নিয়ে জানাগেছে উপজেলা বিভিন্ন বাজারে একই অবস্থা বিরাজমান রয়েছে। এভাবেই নিয়ম নীতি উপেক্ষা করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসীসহ সচেতন ক্রেতারা। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। মানুষকে ঘরে রাখতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রয়োজনে প্রশাসনিক তৎপরতা আরো জোরদার করা হবে।

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর):

The post ঈদকে সামনে রেখে কেশবপুরের হাট বাজারে ক্রেতারা মানছে না সামাজিক দূরত্ব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WkXOr7

No comments:

Post a Comment