শুক্রবার সকালে শ্যামনগর উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্যামনগর সাবজোনাল অফিসের আয়োজনে শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিসের হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই ব্যাচে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। তিনি বলেন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতাবোধ জরুরী।তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সকল নিয়মাবলী মেনে চলার আহব্বান জানান।
করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) ডাঃ মুজাহেদুল হক।
কোভিড ওয়ারিয়র প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও সাংবাদিক রনজিৎ বর্মনের সঞ্চালনায় এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্যামনগর সাবজোনাল অফিসের এজিএম মধুসূধন রায়ের সভাপতিত্বে সেমিনারে করোনা ভাইরাসের ইতিহাস,করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণসমূহ,প্রতিরোধের উপায় সমূহ,হাত ধোয়ার পদ্ধতি,মাস্ক ব্যবহারের নিয়মাবলী,অফিস ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে দুই ব্যাচে প্রায় ৫০ জন সামাজিক দূরত্ব বজায় রেখে শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণশেষে প্রধান অতিথি ফ্রেন্ডশিপ হাসপাতালের সহায়তায় ১শতটি মাস্ক পল্লী বিদ্যুৎ অফিসের এজিএমের নিকট হস্তান্তর করেন।
রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর):
The post শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিসে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/363keR9
No comments:
Post a Comment