দেশের ৬৩ জেলায় ছড়িয়ে পড়েছে করোনা। শুধুমাত্র রাঙামাটি ছাড়া দেশের সবগুলো জেলাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা রোগীর সংখ্যা ৮ হাজার পেরিয়েছে। গতকাল ৫৫৭৩টি পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী পাওয়া যায় ৫৭১ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮২৩১ জনে।
আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১৪ জন। আর মারা গেছেন ২ জন। ফলে প্রথমবারের মতো দেশে মৃত রোগীর চেয়ে সুস্থ রোগীর সংখ্যা বেশি হলো। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ১৭৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন মোট ১৭০ জন।
আইইডিসিআর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে-
ঢাকা বিভাগ
ঢাকা সিটি- ৩৯৭৩
ঢাকা (জেলা)- ১০৯
গাজীপুর- ৩২২
কিশোরগঞ্জ-২০১
মাদারীপুর-৩৯
মানিকগঞ্জ-২২
নারায়ণগঞ্জ-৯৬৬
মুন্সিগঞ্জ-১১২
নরসিংদী-১৫১
রাজবাড়ী-১৯
ফরিদপুর-১৩
টাঙ্গাইল-২৯
শরিয়তপুর-৩০
গোপালগঞ্জ-৪৫
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-৭৫
কক্সবাজার-৩৭
কুমিল্লা-৯৯
ব্রাহ্মণবাড়িয়া-৪৩
খাগড়াছড়ি-২
লক্ষ্মীপুর-৪১
বান্দরবান-৭
নোয়াখালী-৯
ফেনী- ৬
চাঁদপুর-১৫
সিলেট বিভাগ
মৌলভীবাজার- ১২
সুনামগঞ্জ-২৯
হবিগঞ্জ-৫৫
সিলেট- ১৮
রংপুর বিভাগ
রংপুর-৩৮
গাইবান্ধা-২১
নীলফামারী-১৫
লালমনিরহাট-৩
কুড়িগ্রাম-৮
দিনাজপুর-২১
পঞ্চগড়- ৮
ঠাকুরগাঁও-১৭
খুলনা বিভাগ
খুলনা- ১৩
যশোর-৬৩
বাগেরহাট- ২
নড়াইল-১৩
মাগুরা- ৮
মেহেরপুর- ২
সাতক্ষীরা- ২
ঝিনাইদহ-১৯
কুষ্টিয়া-১৬
চুয়াডাঙ্গা-৯
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-১৪৫
জামালপুর-৬৬
নেত্রকোনা-৩২
শেরপুর-২৬
বরিশাল বিভাগ
বরগুনা-৩৩
ভোলা-৫
বরিশাল-৪০
পটুয়াখালি-২৮
পিরোজপুর-৯
ঝালকাঠি-৮
রাজশাহী বিভাগ
জয়পুরহাট- ৩৩
পাবনা- ১০
চাপাইনবাবগঞ্জ- ২
বগুড়া- ১৯
নাটোর-৯
নওগাঁ- ১৫
সিরাজগঞ্জ-৩
রাজশাহী- ২০
The post এক নজরে কোথায় কত করোনা আক্রান্ত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WfU3SI
No comments:
Post a Comment