Friday, May 1, 2020

আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭১ https://ift.tt/eA8V8J

আক্রান্তের ৫৫তম দিন

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৭১ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যা বৃহস্পতিবারের (৩০ এপ্রিল) তুলনায় ৭ জন বেশি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৩১ জনে। একই সময়ে মারা গেছে আরও ২ জন। বৃহস্পতিবার মারা যাওয়ার সংখ্যা ছিল ৫ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্য ১৭০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ জন সুস্থ হয়েছেন। সর্বশেষ তথ্যমতে এ নিয়ে দেশে মোট ১৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এর আগে বৃহস্পতিবার দেশে মোট ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার (১ মে) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩১টি কেন্দ্র থেকে ৫ হাজার ৯৫৮ নমুনা সংগ্রহ করা হয়। যা গতকালের তুলনায় ৫.৯০ শতাংশ বেশি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩ টি। যা গতকালের তুলনায় ১২.২০ শতাংশ বেশি। 

তিনি আরও জানান, যে ২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১ জন ও ১ জন নারী। তাদের মধ্যে একজন ঢাকার মধ্যে, অন্য জন ঢাকার বাইরে 

ব্রিফিংয়ে ডা. নাসিমা আবার জানান, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যধি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল (উত্তরা), রিজেন্ট হাসপাতাল (মিরপুর), সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল, রাজারবাগ হাসপাতাল ও লালকুঠি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) এর চিকিৎসা হচ্ছে।

এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ বাংলাদেশে কোয়ারেন্টিনে আছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশে ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৫ জনের মৃত্যু হয়। তার আগের দিন শনাক্ত হয় ৬৪১ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশের ৬৩টি জেলায় করোনা রোগীর সন্ধান মিলেছে।

শুধু রাঙামাটি জেলাতে এখন পর্যন্ত করোনা রোগীর সন্ধান মেলেনি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ। এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৮ হাজার ৩৫ জন।

ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৯৯ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৯ হাজার ১৮২ জন।

বর্তমানে ভাইরাসটির সংক্রমণ রয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭৫৪ জনের মধ্যে। তাদের মধ্যে ১৯ লাখ ৮৩ হাজার ৮১০  জনের সংক্রমণ মৃদু এবং ৫০ হাজার ৯৪৪ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২৩ জন এবং মারা গেছেন ৬৩ হাজার ৮৫৬ জন।

The post আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭১ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YmwmLh

No comments:

Post a Comment