Thursday, May 7, 2020

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা: করোনায় একবছরে আফ্রিকাজুড়ে মারা যেতে পারে প্রায় ২ লাখ মানুষ https://ift.tt/eA8V8J

করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা না গেলে, এই মহামারির প্রথম বছরেই আফ্রিকাজুড়ে মারা যেতে পারে ১ লাখ ৯০ হাজার মানুষ। বৃহস্পতিবার নতুন এক গবেষণা উদ্ধৃত করে এমন সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গবেষণাটি করেছে কঙ্গোয় অবস্থিত সংস্থাটির আঞ্চলিক কার্যালয়। এর প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির প্রথম বছরের মধ্যে আফ্রিকায় মারা যেতে পারে ৮৩ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার মানুষ। একইসময়ে আক্রান্ত হতে পারেন ২ কোটি ৯০ লাখ থেকে ৪ কোটি ৪০ লাখ মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ডব্লিউএইচও এক বিবৃতিতে জানিয়েছে, গবেষণাটি ৪৭টি দেশের ১০০ কোটি জনগণের উপর প্রযোজ্য। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা, দারিদ্রতার উচ্চহার, সংঘাত ও আগ থেকেই মহামারিতে কাবু হয়ে থাকার কারণে করোনা মহামারিতে তীব্র ঝুঁকির মুখে রয়েছে আফ্রিকা। তবে এখন পর্যন্ত মহাদেশটিতে ভাইরাসটির প্রাদুর্ভাব ততো প্রকটভাবে পরিলক্ষিত হয়নি।

সেখানে এর সংক্রমণ ধীরে হচ্ছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার তুলনায় সেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে না।
ডব্লিউএইচও জানিয়েছে গবেষণাটি ‘প্রেডিকশন মডেলিংয়ের’ উপর ভিত্তি করে করা হয়েছে। মডেলটি অনুসারে, আফ্রিকায় সংক্রমণ ধীর গতির হবে, কম সংখ্যক মানুষ গুরুতরভাবে আক্রান্ত হবে, বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে আফ্রিকায় মৃত্যুহার কম থাকবে। তবে সংক্রমণের হার কম হওয়া মানে, দীর্ঘদিন ধরে মহামারি চলতে থাকা।
ডব্লিউএইচওর আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতশিদিসো মোয়েতি বলেন, কভিড-১৯ খুব সম্ভবত আফ্রিকায় বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দ্রুত ছড়িয়ে পড়বে না। এখানে ভাইরাসটি সময় নিয়ে দীর্ঘদিন ধরে ছড়াবে। তিনি বলেন, এ অঞ্চলের সরকাররা যদি সক্রিয় পদক্ষেপ না নেয়, তাহলে আগামী কয়েক বছর ধরে এ অঞ্চলে দেখা দিবে কভিড-১৯।
ডব্লিউএইচও জানিয়েছে, ভাইরাসটি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নিলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও ক্যামেরুনের মতো ছোট দেশগুলো। এএফপি অনুসারে, এখন পর্যন্ত আফ্রিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৫জন। আক্রান্ত হয়েছেন অন্তত ৫৩ হাজার ৩৩৪ জন। এদিকে, জন হপকিন্স অনুসারে, বিশ্বজুড়ে ২ লাখ ৬৯ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে কভিড-১৯।
এএফপি জানায়, করোনা নিয়ন্ত্রণে আফ্রিকার কিছু দেশ লকডাউন ও বিধিনিষেধ জারি করেছে। তবে এখনো কোনো পদক্ষেপ নেয়নি অনেক দেশ। একইসঙ্গে কিছু দেশ লকডাউন শিথিলের পরিকল্পনা করছে। চলতি সপ্তাহের শুরুর দিকে আফ্রিকার সবচেয়ে জনবহুল শহর লাওস থেকে লকডাউন তুলে নিয়েছে নাইজেরিয়া সরকার। আগামী সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকাও লকডাউন তুলে নেয়ার কথা রয়েছে।

The post বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা: করোনায় একবছরে আফ্রিকাজুড়ে মারা যেতে পারে প্রায় ২ লাখ মানুষ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cfKtpQ

No comments:

Post a Comment