Tuesday, May 12, 2020

শ্যামনগরে ৩য় ব্যাচের কোভিড ওয়ারিয়র টীম ট্রেনিং উদ্বোধন https://ift.tt/eA8V8J

করোনা মোকাবেলায় শ্যামনগর উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও শ্যামনগর ফ্রেন্ডশীপ হাসপাতালের সার্বিক সহযোগিতায় হাসপাতালের হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্যামনগর থানা পুলিশ কর্মকর্তাদের অংশ গ্রহণে দুই দিন ব্যাপী কোভিড ওয়ারিয়র টীম ট্রেনিং এর উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন শ্যামনগর করোনা মুক্ত রাখতে লড়ে যাচ্ছে প্রশাসন, স্বাস্থ্যকর্মী, পুলিশ, জনপ্রতিনিধিসহ একদল উদ্যোমী স্বেচ্ছাসেবক। সকলের নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় আজ পর্যন্ত শ্যামনগরকে করোনা মুক্ত রাখা সম্ভব হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক ও শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল ডাঃ মোজাহেদুল হক, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক তদন্ত ইয়াছিন আলম চেীধুরী, প্রশিক্ষক ডাঃ মোঃ ফায়সাল আলম, ডাঃ এস এম এ মুকতাদির তামিম, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রশিক্ষণ ব্যবস্থাপক রেজওয়ান মারুফ প্রমুখ। উল্লেখ্য এই নিয়ে উপজেলায় ৩টি ব্যাচের কোভিড ওয়ারিয়র টীম ট্রেনিং অনুষ্ঠিত হল।


রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর):

The post শ্যামনগরে ৩য় ব্যাচের কোভিড ওয়ারিয়র টীম ট্রেনিং উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2yDw4Fr

No comments:

Post a Comment