ভারতে করোনায় আক্রান্তের সংখ্যায় লাগাম টেনে ধরা যাচ্ছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। আর এই সঙ্গে যোগ দিয়েছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য।
রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে আরও ১৫৩ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে, যা ওই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
গত চার দিন ধরে রাজ্যটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল একশর কাছাকাছি। করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে, রোববারে নতুন আক্রান্তরা কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার বাসিন্দা। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৩১ জন। মোট আক্রান্তদের ২১ শতাংশই কলকাতায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আরও বলা হয়েছে– পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনই কলকাতার। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪১৭ জন সুস্থ হয়েছেন।
পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩ জেলার মধ্যে এখনও করোনামুক্ত রয়েছে সাত জেলা। জেলাগুলো হলো– কোচবিহার, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুরা, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম।
এদিকে তৃতীয় দফার লকডাউনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে কলকাতা শহর। কিন্তু এর পরও করোনার সংক্রমণ কমছে না সেখানে।
The post পশ্চিমবঙ্গে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dyqra9
No comments:
Post a Comment