প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। প্রতিবারের মতো আজও সারাবিশ্বে পালিত হচ্ছে বিশেষ এ দিনটি। মা দিবস উপলক্ষে সকল মায়ের যত্ন নিতে আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
রোববার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন সাকিব। সেখানে তিনি লেখেন, ‘মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সর্বাত্নক যত্ন নিয়ে এসেছেন। আমাদেরকে ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে তাদের যত্ন নেয়া তাই আমাদের দায়িত্ব।’
তিনি আরো লেখেন, ‘মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার পরিচ্ছনতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।’
বর্তমানে স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সম্প্রতি তাদের কোল আলো করে এসেছে দ্বিতীয় কন্যা জান্নাত। পরিবারকে সময় দেয়ার পাশাপাশি করোনার এই সময়ে অসহায়-দুঃস্থদের জন্যও কাজ করে যাচ্ছেন তিনি।
The post মায়ের যত্ন নিতে সাকিবের আহ্বান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WF46kB
No comments:
Post a Comment