অগ্নিগোলক আকৃতির বিরল এক গ্যালাক্সির সন্ধান পেয়েছেন পৃথিবীর জোতির্বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত এই গ্যালাক্সিটির ঘণত্ব অনেকটা আমাদের নিজস্ব গ্যালাক্সির মতন হলেও আকৃতি গত দিক থেকে এটি সম্পূর্ণই আলাদা।
জোতির্বিজ্ঞান সংস্থা অ্যাস্ট্রো থ্রিডি এক বিবৃতিতে জানিয়েছে, এদির আকৃতি সম্পূর্ণ গোল, কিন্তু মাঝখানে বড় একটি ফাঁকা রয়েছে।
জোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে প্রায় ১১ বিলিয়ন বছর আগে এই গ্যালাক্সিটির সৃষ্টি হয়েছিলো।
অ্যাস্ট্রো থ্রিডি’র প্রধান গবেষক তিয়ানতিয়ান ইউয়ান বলেন, “মহাকাশের বুকে এটি খুবই বিস্ময়কার একটি জিনিস। এমনটা আমরা আগে কখনো দেখিনি।”
নতুন আবিস্কৃত এই গ্যালাক্সিটি মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীদের আরো বেশি জানতে সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: সিএনএন
The post অগ্নিগোলক আকৃতির বিরল গ্যালাক্সির সন্ধান পেলেন বিজ্ঞানীরা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/36zxA86
No comments:
Post a Comment