অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা বিক্রি হয়েছে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়। করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগ মোকাবেলায় অর্থ সংগ্রহের জন্য তার চশমা নিলামে তোলা হয়।
‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে এটি কিনে নিয়েছেন হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টায় এই নিলাম হয়।
নিলামে অংশ নেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। এছাড়া আরও অংশ নেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকে।
বৃহস্পতিবার রাত ১১টায় ১ লাখ টাকা থেকে বিড শুরু হয়। এরপর তা থেমে থেমে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকা ওঠে।
জানা যায়, নিলামে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় হবে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবেলায়। এর আগে ক্রিকেটার সাকিব আল হাসান, তাহসান নিলামে তাদের স্মৃতিমাখা জিনিস তোলেন।
The post হুমায়ুন ফরীদির চশমা ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় বিক্রি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2KQ5hYN
No comments:
Post a Comment