Thursday, May 14, 2020

দেশের ছয় অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস https://ift.tt/eA8V8J

রাজধানীতে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর বুধবার বিকেলে অঝোরে ঝরলো স্বস্তির বৃষ্টি। এমন বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরজীবনে।

তবে আজ দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দিনের প্রথমভাগের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

The post দেশের ছয় অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Lxq3g1

No comments:

Post a Comment