সাতক্ষীরা শহরতলীর ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রোডাকশন ম্যানেজার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রতিষ্ঠানটি লকডাউন করা হয়েছে। আজ শুক্রবার সাতক্ষীরা সদর থানার পুলিশ প্রতিষ্ঠানটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেয়।
সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা জেলার প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতা গোপিনাথপুরে অবস্থিত ঋশিল্পী ইন্টারন্যাশনালে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে এবং অন্যান্যভাবে বেশ কয়েকজন ব্যক্তি তার সংস্পর্শে আসেন বলে অনুসন্ধানে জানা যায়। এমতাবস্থায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের বাসা আজ ১ মে থেকে লকডাউন করা হয়েছে। লকডাউন করার সময় আক্রান্ত ব্যক্তি সম্ভাব্য যাদের দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারেন, সে বিষয়টিও বিবেচনা করে সাতক্ষীরা জেলা পুলিশ। এভাবে, গোপীনাথপুর, রাজনগর ও উত্তর কাঠিয়ার মোট সাতটি বাসা এবং প্রতিষ্ঠান লকডাউন করা হয়। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ বাসায় অবস্থান করা এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। অনলাইন ডেস্ক:
The post সাতক্ষীরা শহরতলীর ঋশিল্পী ইন্টারন্যাশনালসহ ৭টি বাড়ি লকডাউন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WdyfHy
No comments:
Post a Comment