Sunday, May 3, 2020

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ক্যান্সার রোগীদের ত্রাণ বিতরণ https://ift.tt/eA8V8J

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে হতদরিদ্র  ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকট মোকাবেলায় জনগকে সচেতন করার লক্ষ্যে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ সংকটময় মুহূর্তে অসহায় মানুষ যাহাতে খাদ্য সংকটে না পড়ে এ জন্য আমরা স্বাস্থ্য সেবার পাশাপাশি বাড়ি-বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ঘাতক করোনা ভাইরাস থেকে নিজেকে, নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঘরে থাকতে হবে। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, এমওডিসি ডাঃ মিঠুন বিশ্বাস, এমটি ইপিআই দীপক কুমার ঘোষ স্যানেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন, সিএইচসিপি বজলুর রহমান বাবু প্রমূখ।

আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি সংবাদদাতা: 

The post আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ক্যান্সার রোগীদের ত্রাণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VYOhGa

No comments:

Post a Comment