Monday, May 11, 2020

অধরা ভালবাসা/ রুদ্র অয়ন https://ift.tt/eA8V8J

প্রতিদিনের মত সুর্যোদয়

আমার হৃদয়ের আঙিনায়

আলো আঁধারির খেলা খেলে। 

মনের অতল থেকে

সুখ-দুঃখ করতালি দেয়!

বিরহের মাঝেও

মিলনের স্বপ্ন জাল 

বুনে যায় হৃদয়! 

কখনও কখনও

কিছু কথা কিছু ব্যথায়

বিষাদে ছেয়ে যায় মন। 

যেন ভাসমান শ্যাওলা

শিকড়ে প্রেম রেখেছি বেঁধে,

ঢেলেছি অজস্র জলধারা;

ভালবাসার কাছে

নিজকে করেছি সমর্পিত

প্রেম তবু রয়ে গেলো অধরা!

The post অধরা ভালবাসা/ রুদ্র অয়ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WQ0Qmf

No comments:

Post a Comment