আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূরণ করলেন মুশফিকুর রহিম। গতকাল (মঙ্গলবার) এই মাইলফলকে পৌঁছানোর পর উইকেটকিপার ব্যাটসম্যান দিয়েছেন ‘চমক’। শিগগিরই শুরু করতে যাচ্ছেন তার স্বপ্নের ‘এমআর ফিফটিন ফাউন্ডেশন’। আর এই ফাউন্ডেশনের লোগোর নকশা করলে ভক্তদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। সেরা পাঁচজন মুশফিকের সঙ্গে ডিনারের সুযোগ পাবেন পাঁচতারকা হোটেলে।
২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মুশফিকের। অনেক সুখ-দুঃখের স্মৃতি নিয়ে এই উইকেটকিপার বাংলাদেশ দলের সঙ্গে ১৫ বছর পার করে দিলেন। এই উপলক্ষে নিজের ফেসবুক পেজে মুশফিক আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, মাইলফলকের দিনে বিশেষ চমক উপহার দেবেন ভক্তদের।
কী সেই চমক, তার অপেক্ষাতেই ছিলেন ভক্তরা। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান ঘোষণা দিলেন তার স্বপ্নের ‘এমআর ফিফটিন ফাউন্ডেশন’ শুরু করার, “এখন এমন একটি সময়, যেখানে আমার মনে হয় আপনাদের প্রতিদান দেওয়ার অনেক কিছু আছে। আর সেই প্রতিদান দেওয়ার জন্যই আমি কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। তার প্রথম পদক্ষেপ হলো, আমার স্বপ্নের ‘এমআর ফিফটিন ফাউন্ডেশন’ তৈরি করা। আপনারা জেনে খুশি হবেন শিগগিরই এটা শুরু করতে যাচ্ছি।”
এরপরই দিলেন সবচেয়ে বড় চমকটি। ফাউন্ডেশনের জন্য লোগোর নকশা করতে বলেছেন তিনি ভক্তদের। তাদের পাঠানো নকশার মধ্যে ‘সেরা পাঁচ’ বেছে নেবেন মুশফিক নিজেই। আর পুরস্কার হিসেবে ওই পাঁচজন ঢাকার কোনও পাঁচতারকা হোটেলে ডিনারের সুযোগ পাবেন মুশফিকের সঙ্গে।
“আপনাদের জন্য যে সারপ্রাইজটি আমি দিতে চাই। যেহেতু আপনারা আমার সবচেয়ে বড় শক্তি, তাই আপনারা আমার কাছে ‘এমআর ফিফটিন ফাউন্ডেশন’-এর জন্য লোগো ডিজাইন করে পাঠিয়ে দিন। তাদের মধ্যে থেকে আমি নিজে সেরা পাঁচজনকে বাছাই করব।”- কথাটা শেষ করেই মুশফিক আবার বলতে শুরু করলেন, ‘তারা আমার সঙ্গে ঢাকার যে কোনও একটি ফাইভ স্টার হোটেলে ডিনার করার সুযোগ পাবেন, অবশ্যই তা করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে। সেই পাঁচ জনের মধ্যে সেরা হবেন যিনি, তিনি পাবেন আমার অটোগ্রাফসহ একটি জার্সি। তার নকশা করা লোগোই আমার ফাউন্ডেশনে ও সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে।’
লোগো ডিজাইনের একটা ধারণাও দিয়েছেন মুশফিক। তার কোনও শটস, মাঠের কোনও স্মরণীয় মুহূর্ত কিংবা উদযাপনের ভঙ্গি দিয়ে হতে পারে নকশা। সেটি ভক্তরা কিভাবে পাঠাবেন, এই প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘লাইভ শেষে আমার ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।’
The post মুশফিকের সঙ্গে পাঁচতারকা হোটেলে ডিনারের সুযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eqdkIq
No comments:
Post a Comment